Site icon suprovatsatkhira.com

আশাশুনি প্রেসক্লাবে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ছাত্রলীগ নেতাকে ছাত্রদল নেতা বলে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ছাত্রনেতা। শুক্রবার (২০ জুলাই) বিকালে আশাশুনি প্রেসক্লাবে নিজের অবস্থান তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন বড়দল গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা নাহিদ রানা।
তিনি বলেন, উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বড়দল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনে সম্ভাব্য দিন ঘোষণা দেয়ার পর থেকে একটি কুচক্রিমহল আমাকে নিয়ে নানা অপপ্রচার করা শুরু করেছে। মহলটি আমার পরিবারকে বিএনপির সমর্থক ও আমাকে ছাত্রদল সংশ্লিষ্ট বলে মিথ্যা অপপ্রচার করছে। প্রকৃত পক্ষে আমার দাদা ও পিতা মহান মুক্তিযুদ্ধে আওয়ামী সমর্থক হওয়ায় পাকবাহিনী ও রাজাকার বাহিনী বড়দল বাজারে অবস্থিত আমাদের বহু দোকানপাট পুড়িয়ে দেয়। আমার চাচা আজিজুল ইসলাম সানা আওয়ামী লীগ মনোনীত বড়দল ইউনিয়নের চেয়ারম্যান ও কাউন্সিলর ছিলেন। পারিবারিকভাবে আমি নিজেও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় আছি। সংগঠনে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রমহলটি যে মিথ্যা বানোয়াট অপপ্রচার প্রপাগণ্ডা চালাচ্ছে আমি ও আমার পরিবার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সজাগ থাকার দাবি জানাচ্ছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version