জুলাই ২৮, ২০১৮
আশাশুনির মসজিদ ই বায়তুল মামুরের কমিটি গঠন
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনির মসজিদ ই বায়তুল মামুরের (আলিয়া মাদ্রাসা) দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) বাদজুম্মা এ উপলক্ষ্যে মসজিদে প্রাক্তন ইউপি চেয়ারম্যান এম শাহজাহান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের আহŸায়ক ঢালী মো. সামছুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইয়াহিয়া ইকবাল, সমাজসেবক খালিদ হোসেন, মেছের আলী গাজী, আইয়ুব আলী সরদার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে স ম হেদায়েতুল ইসলামকে সভাপতি, সহ-সভাপতি নজরুল ইসলাম, আব্দুর রহিম, আসাদুজ্জামান আশু, মোজাহার উদ্দীন ঢালী, আব্দুল জব্বার সরদার, সাধারণ সম্পাদক আব্দুল গফুর সানা, যুগ্ম-সম্পাদক আশরাফুল আলম, আমির হোসেন বাদশা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সানা ও জাবেদ আলী, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস ছোটসহ মোট ১৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়। 6,244,986 total views, 3,163 views today |
|
|
|