জুলাই ১৫, ২০১৮
আশাশুনির খোলপেটুয়া কপোতাক্ষ ও বেতনা নদীর পানি বিপদসীমার উপরে, ঝুঁকির মুখে বেড়িবাঁধ
![]() সমীর রায়, আশাশুনি: আশাশুনির খোলপেটুয়া, কপোতাক্ষ ও বেতনা নদীর পানি জোয়ারে বিপদসীমা অতিক্রম করছে। এতে শঙ্কায় দিন কাটাচ্ছে বেড়িবাঁধে বসবাস করা মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি, ঝড়ো হাওয়া আর জলোচ্ছ্বাসে পাউবোর জরাজীর্ণ বেড়িবাঁধে দেখা দিয়েছে ভাঙন। যেকোন মুহূর্তে ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা। 9,015,702 total views, 231 views today |
|
|
|