দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির দরগাহপুরে তিন কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) দুপুরে দরগাহপুরের খাসবাগান থেকে তেঁতুলিয়া রাস্তায় এই বৃক্ষরোপণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী। এসময় জেলা এসএনবিসি’র অর্থায়নে উপজেলা বন বিভাগের বাস্তবায়নে খাসবাগান থেকে তেঁতুলিয়ার ৩ কিলোমিটার রাস্তায় মোট এক হাজার দুইশ নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা আবুল হাসেম, ইউপি সদস্য শাহিনুজ্জামান, গণমাধ্যম কর্র্মী ইয়াছির আরাফাত, সমাজসেবক কার্ত্তিক চন্দ্র প্রমুখ।