আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গ্রাম আদালত সহকারিদের মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই) বেলা ১১টায় গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প সমন্বয়কারী গোলাম মোস্তফার উপস্থাপনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী জহির উদ্দীন। এসময় গ্রাম আদালত সহকারি কনক চন্দ্র ম-ল (শোভনালী), সোনিয়া পারভীন (বুধহাটা), মনছুর আলী (কুল্যা), হাবিবুর রহমান (দরগাহপুর), ধনঞ্জয় ম-ল (বড়দল), ছন্দা রানী ম-ল (আশাশুনি), অজয় ম-ল (শ্রীউলা), শহীদুল ইসলাম (খাজরা), নাসরীন সুলতানা (আনুলিয়া), রহমত আলী (প্রতাপনগর) ও কাদাকাটি ইউনিয়নের মহেশ ম-ল ইউনিয়ন ভিত্তিক মাসিক প্রতিবেদন পেশ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে হলে আদালত সহকারিদের ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজনের নির্দেশ দিয়ে বলেন, গ্রাম আদালত পরিচালনায় উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।