জুলাই ২০, ২০১৮
আমরা সরকারের আমলা নয়, সরকারের কামলা: বিভাগীয় কমিশনার
![]() শ্যামনগর প্রতিনিধি: খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, আমরা সরকারের আমলা নয়, সরকারের কামলা। ছেলে-মেয়েরা হচ্ছে জাতির বড় সম্পদ, তাই সার্বক্ষণিক তাদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখতে হবে। তারা কখন কোথায় যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে তাদের মোবাইল ও ল্যাপটপ মনিটরিং করতে হবে। রাতে ঘুমানো অবস্থায় তাদের মুখের কাছে মুখ নিয়ে দেখতে হবে তারা কোন মাদকের সাথে জড়িয়ে পড়ছে কি না। ছেলে মেয়েদের দেখভালের জন্য বাবাদের চেয়ে মায়েদের বেশি সচেতন হতে হবে। 6,553,783 total views, 1,546 views today |
|
|
|