চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নরনিয়া উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নরনিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য এম এ সালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেশমা বেগম। বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, আব্দুস সবুর, আমজাদ হোসেন মোড়ল, শাহাজান মোড়ল, মাস্টার সোহরাব উদ্দীন মোড়ল, মাস্টার আব্দুল মান্নান, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মজিদ গোলদার, মাও মনিরুল ইসলাম, দেবাশীষ চক্রবর্তী, আব্দুল মান্নান বিশ্বাস, গাজী আব্দুল হামিদ, জাকির হোসেন, রফিকুল ইসলাম, কালাম হোসেন প্রমুখ।
5,919,391 total views, 3,953 views today