সুুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে বিক্রয় ও হোটেলে পচা-বাসি খাবার রাখার অভিযোগে স্টাফ ক্যান্টিন, হোটেল ঠিকানা ও গাজী রেস্টুরেন্টের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে শহরের সঙ্গীতা হলের পিছনে এবং ইটাগাছার বেসিক ব্যাংকের নিচে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ও স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ও স্বজল মোল্লা বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রয় এবং হোটেলে পচা-বাসি খাবার রাখার অভিযোগে স্টাফ ক্যান্টিনের মালিক মো. জাহিদ ও গাজী রেস্টুরেন্টের মালিক মো. নুুরুজ্জামানকে পাঁচ হাজার টাকা এবং হোটেল ঠিকানার মালিক সৈয়দ রাজীব হাসানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর রতিন্দ্রনাথ সরকার।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় হোটেল ব্যবসায়ীকে জরিমানা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/