Site icon suprovatsatkhira.com

দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরে

নিজস্ব প্রতিনিধি: শুল্ক স্টেশন ভোমরাঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৩ জুন) থেকে শুরু হয়ে রবিবার(১৭ জুন) পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৮ জুন) থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ঈদুল ফিতরের সরকারি ছুটি তিনদিন। তবে ভোমরা সিএন্ডএফ এজেন্ট ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় ১৪ জুন বৃহস্পতিবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ বুধবার থেকে আগামী রবিবার ৫দিন কার্যক্রম বন্ধ থাকবে।সোমবার থেকে আবারো কার্যক্রম শুরু হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version