Site icon suprovatsatkhira.com

মুন্সীগঞ্জে বাঘ বিধবাদের সিমাই চিনি বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে শতাধিক দরিদ্র, প্রতিবন্ধী ও বাঘ বিধবার মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিমাই চিনি বিতরণ করেছে ডিয়ার্স বাংলাদেশ।
বুধবার সকাল ১০টায় সুন্দরবন প্রেসক্লাব প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ডিয়ার্স বাংলাদেশের সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়লিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, দপ্তর সম্পাদক রুবেল হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, সদস্য রাকিবুল হাসান, ডিয়ার্সের সহ-সভাপতি বেলাল হোসেন, হিসাব রক্ষক মনিরুজ্জামান মিন্টু, নির্বাহী সদস্য ডা. আফতাবুজ্জামান (জামাল হোসেন), সদস্য ওসমান গনী সোহাগ ও আসলাম হোসেন। ।
প্রসঙ্গত, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের (এসসিএফ) অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version