জুন ১৩, ২০১৮
মণিরামপুরে ঈদের আনন্দ থেকে বঞ্চিত সাড়ে পাঁচশ শিক্ষক পরিবার!
![]() আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): এবারও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে যশোরের মণিরামপুরে এমপিও বঞ্চিত সাড়ে পাঁচশ শিক্ষকের পরিবার। এমপিও নামক সোনার হরিণের আশায় থেকে থেকে রীতিমত হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে তারা। এমপিও নামের সোনার হরিণ কবে নাগাদ তাদের হাতে ধরা দেবে- সেই আশার প্রহর গুণতে গুণতে কারো কারো চাকুরি জীবন প্রায় শেষ পর্যায়ে। 6,575,067 total views, 1,156 views today |
|
|
|