Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটা বাজারে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি

পাটকেলঘাটা প্রতিনিধি: ঈদ-উল-ফিতরের বাকী মাত্র একদিন। প্রচ- ভীড়ে জেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারে তীব্র যানযটে দুর্ভোগ বেড়েছে ক্রেতা সাধারণের।  পাটকেলঘাটা বাজারে পাওয়া যায় না এমন পণ্য সামগ্রী নেই বললেও চলে। বাজারের আশপাশ জুড়ে আছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, তিনটি কলেজ, চারটি স্কুল, তিনটি মাদ্রাসা, উপজেলা ভূমি অফিস, গ্রাম্য আদালত অফিস, একটি সরকারি খাদ্য গুদাম, প্রায় ছয় হাজার দোকানপাট, দশ বারটি কলকারখানা, চার পাঁচটি ব্রিক ফিল্ড, পাঁচ ছয়টি বেসরকারি হাসপাতাল, একটি ইকো পার্ক ইত্যাদি। এসব কারণে প্রতিদিন প্রায় ৪০-৫০ হাজার লোক সমাগম ঘটে বাজারটিতে। হাটবারের দিন লক্ষাধিক জনসাধারণের উপস্থিতি ঘটে এখানে। হাটবারের দিন পণ্যবাহী ট্রাক, ভ্যান, নছিমনের ভীড়ে রাস্তা পারাপার দুষ্কর হয়ে পড়ে। জনগুরুত্বপূর্ণ বাজারটিতে রাস্তাঘাটের অবস্থাও খুবই নাজুক। মাঝে মাঝে প্রচ- ভীড়ের কারণে ২-৩ মিনিটের পথ পাড়ি দিতে প্রায় আধাঘণ্টা সময় লেগে যায়। বিশেষ করে পাঁচ রাস্তা মোড়, কালিবাড়ি রোড, হাইস্কুল রোড, ওভার ব্রিজ রোডে হাটবারের দিন ব্যাপক যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়ে। এজন্য রাস্তা-ঘাটের উন্নয়নের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা জরুরী বলে মনে করে এলাকাবাসী। বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান ও ডাক্তার হাদিউজ্জামান জানান, বাজারের শ্রীবৃদ্ধি ঘটলেও জননিরাপত্তার সুযোগ বৃদ্ধি হয়নি। হাটবারের দিন লোক সমাগমের ভীড়ে এক মিনিটের পথ দশ পনের মিনিট লাগে। এখানে ট্রাফিক পুলিশের প্রয়োজন। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বিঘেœ জনসাধারণের চলার জন্য যা যা প্রয়োজন তা করার চেষ্টা করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version