Site icon suprovatsatkhira.com

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ইফতার মাহফিল

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জুন) ক্লাবের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সলিউশন ফোর্স লিমিটেডের চেয়াম্যান কামরুজ্জামান সোহাগ, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক কামরুল ইসলাম সাজু ও কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম।
রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, মোস্তাফিজুর রহমান লাল্টু (নয়া দিগন্ত), মোস্তফা হোসেন বাবলু (খবর বাংলাদেশে), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), আরিফুল হক চৌধুরী (বাংলাদেশ প্রতিদিন), মোজাফ্ফর হোসেন পলাশ (প্রতিদিনের সংবাদ), এম এ আজিজ (প্রজন্মের ভাবনা), আবুল কাশেম (দৈনিক জনতা), এসএম জাকির হোসেন ( সমাজের কাগজ), তাজ উদ্দিন রিপন( নওয়াপাড়া), আয়উব হোসেন, জিএম জিয়া, জাহিদুল ইসলাম, গোলাম রসুল, সুমন কুমার প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version