এপ্রিল ২৯, ২০১৮
সরকারি কাজে বাঁধা দেওয়ায় মহিলাসহ তিনজন কারাগারে: মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: সরকারি কাজে বাঁধা দেওয়ায় অভিযোগে শহরে এক মহিলাসহ তিন জনের জেল ও এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, শহরের খড়িবিলা এলাকায় মৃত প্রায় খাল পূন:খনন করার জন্য শুক্রবার সকালে পৌর ভূমি অফিসের নায়েব মীর ইদ্রিস আলী ও সার্ভেয়ার মো. ইমদাদুর রহমান সরেজমিনে মাপ-জরিপের কাজ করতে যান। 8,414,387 total views, 2,540 views today |
|
|
|