এপ্রিল ২৯, ২০১৮
ট্রাম্পকে উপহার দেওয়া ম্যাখোঁর গাছ উধাও!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি গাছ উপহার দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পকে এ উপহার দেন তিনি। দুই প্রেসিডেন্ট মিলে হোয়াইট হাউস চত্বরে সেই গাছ রোপণও করেছিলেন। হঠাৎ করেই উধাও হয়ে গেছে সেই গাছ! বিবিসির খবরে বলা হয়েছে, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র থেকে ওই গাছটি মার্কিন মুলুকে নিয়ে গিয়েছিলেন ইমানুয়েল ম্যাখোঁ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি তা ট্রাম্পকে উপহার দেন। ওই সময় ম্যাখোঁ বলেছিলেন, যে বন্ধনে দুটি দেশ আবদ্ধ, তা মনে করিয়ে দেবে এই গাছ। কিন্তু শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক চিত্রগ্রাহক হোয়াইট হাউসে ছবি তুলতে গিয়ে দেখেন, গাছটি আর নেই। গাছটি হোয়াইট হাউসের দক্ষিণ অংশে রোপণ করা হয়েছিল। সেখানে গাছের বদলে শুধু হলুদ রঙের ঘাস দেখতে পাওয়া যায়। এর ছবিও তুলেছেন ওই চিত্রগ্রাহক। ম্যাখোঁর দেওয়া গাছটি ছিল ইউরোপীয় এক ওক গাছ। ১৯১৮ সালে প্যারিসের উত্তর-পূর্বে বেল্যু উডের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে প্রায় দুই হাজার মার্কিন সেনা নিহত হয়। ওই যুদ্ধের স্মৃতি হিসেবেই সেখান থেকে এই গাছটি সংগ্রহ করা হয়। মাত্র চার দিন আগে গাছটি রোপণ করেছিলেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট। এরই মধ্যে তা উধাও হয়ে গেছে। তবে এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস কর্তৃপক্ষ। এ নিয়ে অন্তর্জালে শুরু হয়ে গেছে নানা ধরনের জল্পনা-কল্পনা। ফরাসি কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী অক্টোবরে গাছটি আবার স্বস্থানে ফিরে আসতে পারে। তবে এটি তাদের অনুমান। কারণ শরৎকালই নাকি এ ধরনের ওক গাছের বেড়ে ওঠার সবচেয়ে উপযুক্ত সময়। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে হাফিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গাছটি তুলে নিয়ে আলাদা করে সংরক্ষণ করা হচ্ছে। কারণ মার্কিন কাস্টমস বিভাগ, বিদেশ থেকে আসা গাছের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় তা পৃথকভাবে সংরক্ষণের নির্দেশ আরোপ করেছে। এ কারণেই ম্যাখোঁর দেওয়া ওক গাছটি সরিয়ে রাখা হয়েছে। তবে গাছটি বেঁচে আছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 8,560,556 total views, 11,162 views today |
|
|
|