এপ্রিল ২৯, ২০১৮
আশাশুনির খরিয়াটিতে কষ্টিপাথরের থালা উদ্ধার
![]() আশাশুনি ব্যুরো: আশাশুনির খরিয়াটিতে কপোতাক্ষ নদের মাটি খননের সময় একটি কষ্টিপাথরের থালা উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া প্রায় ৩.৪০০ কেজি ওজনের ও অনুমান ১৩ ইঞ্চি প্রস্থের থালাটি প্রকৃত কষ্টিপাথর কিনা তা পরীক্ষা ছাড়া সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইউএনও অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি উত্তরপাড়ায় মৃত আমিনুদ্দিন খানের পুত্র ইউনুছ আলীসহ শ্রমিকরা কপোতাক্ষ নদের পাড়ে পুকুর খননের সময় হঠাৎ মাটির নিচে পাথরের (প্রতœতত্ত্ব সম্পদ) একটি থালা উদ্ধার হয়। তিনি এটিকে মূল্যবান কষ্টিপাথর ভেবে ওই গ্রামের কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমিতির সভাপতি আওছাফুর রহমানের কাছে হস্তান্তর করেন। ওই দিন ইউনুছ আলী ও আওছাফুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের কাছে রাষ্ট্রের এ সম্পদকে হস্তান্তর করলে, থানা হেফাজতে পাঠান। স্থানীয়রা মনে করছেন এটি কোন মন্দিরের দেব-দেবির পূজার্ঘ্য প্রদানের জন্য বা ধনী শ্রেণির অনেকে প্রাচীন আমলে ব্যবহার করতেন। নদী পথে চলার সময় অথবা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে থালাটি সেখানে পড়ে থাকতে পারে। তবে থালাটি থানা পুলিশে হস্তান্তর করায় আশাশুনি থানা পুলিশ ২৬ এপ্রিল ১০৬৯ নং জিডি এন্ট্রি করেছেন। 6,820,958 total views, 343 views today |
|
|
|